ঝিকরগাছায় ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষনের উদ্বোধন

যশোরের ঝিকরগাছায় টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অব হইরস ফর আন্ডারপ্রিভিলেজ রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব) শীর্ষক কারিগরি সহায়তা প্রকল্পের আওতায় বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ভ্রাম্যমান কম্পিউটার প্রশিক্ষন শুরু হয়েছে।

রোববার সকালে উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের উদ্বোধন করেছেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অব:) ডা: নাসির উদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) সাধন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক সঞ্জিত কুমার।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম মুকুল, উপজেলা ভাইস-চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবির, যুব উন্নয়ন অফিসার আরবআলী, ইউপি চেয়ারম্যান নওশের আলী, আমির হোসেনসহ সরকারী বিভিন্ন দপ্তরের প্রধানগণ। পরে অতিথিবৃন্দ মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনাসভায় অংশগ্রহণ করেন।