যশোরে শিক্ষকদের মানববন্ধন

যশোরের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভূক্ত বেসরকারি কলেজ সমূহে অনার্স- মাষ্টার্স কোর্সে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদেরকে জনবলকাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮তে অন্তর্ভূক্ত করা ও এমপিওভূক্তির দাবি জানিয়েছে শিক্ষকরা।

আজ মঙ্গলবার সকালে শিক্ষকরা দাবি জানিয়ে যশোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করে। বেলা ১১টায় যশোর প্রেসক্লাবের ঘন্টাব্যাপী মানববন্ধনে উপস্থিত ছিলেন বেসরকারি কলেজ অনার্স-মাষ্টার্স শিক্ষক ফোরমের যশোর জেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দীনসহ ২৫টি বেসরকারি ননএমপিওভূক্ত কলেজের ২৫০জন শিক্ষক শিক্ষিকা।