লটারির মাধ্যমে মণিরামপুরে আমন সংগ্রহ শুরু

যশোরের মণিরামপুরে এই বছরই প্রথম লটারির মাধ্যমে সরকারিভাবে ধান ক্রয় কাজ শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান আমন ধান ক্রয় কাজের উদ্বোধন করেন।

মণিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম, ইউএনও আহসান উল্লাহ শরিফী, উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা কৃষি কর্মকর্তা হীরক কুমার সরকার, প্রেসক্লাবের সভাপতি ফারুক আহমেদ লিটন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান, খাদ্য গুদাম কর্মকর্তা মনিরুজ্জামান মুন্না, উপজেলা খাদ্য পরিদর্শক মাহমুদুল হাসান, কৃষক দিপঙ্কর ঘোষ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

মণিরামপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন হোসেন খান বলেন, চলতি ২ ডিসেম্বর লটারির মাধ্যমে এবছর উপজেলার ৪৫ হাজার কৃষকের মধ্য থেকে দুই হাজার ১৫০ জন কৃষকের নাম বাছাই করা হয়েছে। এক হাজার ৪০ টাকা মণ হিসেবে কৃষকরা সর্বোচ্চ দেড় মেট্রিকটন ও সর্বনিন্ম এক মেট্রিকটন ধান দিতে পারবেন।

কৃষক দিপঙ্কর ঘোষ বলেন, অনেক আগ থেকেই ধান চাষ করি। চলতি আমন মৌসুমে ৮৪ শতক জমিতে ধান চাষ করেছি। এই বছরই প্রথম সরকারের কাছে ধান বিক্রি করতে পারছি। লটারির মাধ্যমে এক মেট্রিকটন ধান বিক্রি করতে পেরে আমি আনন্দিত।