লাল-সবুজের পতাকা নিয়ে বিষয়খালীর বাজারে ফেরিওয়ালা

ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীতে ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে লাল-সবুজের পতাকা নিয়ে ফেরিওয়ালা। যখন এদেশের সূর্যসন্তানদের বিনম্র শ্রদ্ধার সাথে সারাদেশ ব্যাপী পালন করা হচ্ছে মহান বিজয় দিবস।আর বিজয় দিবসের দিন ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী বাজারে পথে পথে ঘুরে বেড়াচ্ছে লাল-সবুজের পতাকা নিয়ে ফেরিওয়ালা। প্রতি বছর বিজয়ের মাস এলেই দেখা মেলে লাল-সবুজের ফেরিওয়ালাদের। বাংলাদেশের ইতিহাসে প্রথম সম্মুখ যুদ্ধ খ্যাত বিষয়খালী বাজারে হাতে ও কাঁধে বাঁধা বাংলাদেশের নানা আকারের পতাকা নিয়ে ফেরি করছেন এক তরুণ ফেরিওয়ালা। আকারে ছোট, বড় ,মাঝারি, কিন্তু রং দুটোই লাল আর সবুজ।প্রতি বছর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন এই লাল-সবুজের উদীয়মান ফেরিওয়ালারা। বিজয় দিবসের বার্তা বহন করে ঝিনাইদহ জেলা বাসীর কাছে।তাদের বয়স ২১ থেকে ২২ হবে তারা একজন দেশ প্রেমিক পতাকা নিয়ে ফেরি করেন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলা থেকে আসা লাল-সবুজের ফেরিওয়ালা আনিসুর রহমান (২১) জানান, তিনি পেশায় একজন ছাত্র পরিবারের অভাব অনটনের কারণে বিজয় দিবসের দিন বাংলাদেশের ইতিহাসের প্রথম সম্মুখযুদ্ধ স্থান বিষয়খালী বাজারে লাল-সবুজের পতাকা বিক্রি করতে আসতে পেরে আমি নিজেকে গর্ববোধ মনে করছি। শুধু অভাব-অনটন’ই লাল-সবুজের ফেরি করা তার নেশা। তিনি দেশের সকলের মধ্যে দেশপ্রেম জাগ্রত করার লক্ষ্যে প্রতিবছর বিজয়ের মাসে বাঁশে বিভিন্ন আকারের লাল-সবুজ পতাকা টানিয়ে কাঁধে নিয়ে ছুটে বেড়ান ঝিনাইদহ জেলার বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু এবারই এই প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম সম্মুখযুদ্ধ স্থান বিষয়খালী বাজারে। এসেছি লাল-সবুজের পতাকা হাতে নিয়ে এবং নিজেকে খুব গর্ববোধ মনে করছি । তিনি আরো বলেন, বাংলাদেশের ইতিহাসে যুদ্ধ বিজয়ের গৌরবময় ইতিহাস রচিত হয় এই বিষয়খালীর যুদ্ধে আর সেই স্থানে বিজয় দিবসের দিন বিজয়ের লাল সবুজের পতাকা বিক্রয় করতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি। তিনি বলেন, বড় পতাকার চেয়ে ছোট পতাকার চাহিদা খুব বেশি পতাকা ১০ টাকা থেকে শুরু করে মাপ অনুযায়ী ৩০,৪০,৫০,৮০,১’শত, ২’শত,৩’শত,৫’শত টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। বিজয়ের মাসে লাল-সবুজের পতাকার বেশ চাহিদা থাকে। এটি বেশ লাভজনক ব্যবসা তাই বিজয়ের মাসে লাল-সবুজের পতাকা ফেরি করে বিক্রি করতে তার গর্ববোধ হয় আর ১৬ ডিসেম্বর বিজয়ের দিন হওয়াতে লাল-সবুজের পতাকা একটু বেশি বিক্রি হয়েছে।