নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়ন করবে সরকার: অমিত শাহ

omit saha

দিল্লি রণক্ষেত্র। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন স্থানে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে। তবে এতে বিচলিত নন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি সভাপতি অমিত শাহ।

তিনি মঙ্গলবার বলেছেন, নাগরিকত্ব সংশোধন আইন বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরো বলেছেন, সহিংস দাঙ্গাবাজদের নিয়ন্ত্রণ করতে জামিয়া মিলিয়া ইউনিভার্সিটিতে পুলিশি অ্যাকশন ছিল অত্যাবশ্যকীয়। কারণ, ওই সহিংসতায় সরকারি সম্পত্তির ক্ষতি করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রয়োজন হয়ে পড়েছিল।

ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় অমিত শাহ আরো বলেন, ২২টি বিশ্ববিদ্যালয়ে কিছু বিক্ষোভ হলেও সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে অতিমাত্রায় বিক্ষোভ করা উচিত নয়। তার ভাষায়, ওই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শুধু চারটি- আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, জামিয়া মিলিয়া, লক্ষেèৗ এবং জেএনইউতে বড় আকারের বিক্ষোভ হয়েছে।
এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

অমিত শাহ বলেন, দেশে চার শতাধিক বিশ্ববিদ্যালয় আছে। তার মধ্যে বিক্ষোভের খবর এসেছে ২২টি থেকে। জামিয়াতে যারা ভাংচুর ও অগ্নিসংযোগে লিপ্ত হয়েছিল পুলিশ তাদের বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছে। যেকোনো উপায়ে সহিংসতার পক্ষে সাফাই গাওয়া যায় না। আপনারা কি মনে করেন আইন শৃংখলা পরিস্থিতি আরো অবনতির জন্য অপেক্ষা করা উচিত?

তিনি আরো বলেন, জামিয়ার পরিস্থিতি বলে যে, সেখানে পরিস্থিতি খুব মারাত্মক ছিল। কোথা থেকে ইটপাটকেল ছোড়া হয়েছে তা তদন্ত করা হচ্ছে। শিক্ষার্থীদের চেয়ে সেখানে বহিরাগতের সংখ্যা ছিল বেশি। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে কতগুলো বাসে আগুন দেয়া হয়েছে। এমন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে আনা যায়? প্রশ্ন রাখেন অমিত শাহ।

এ সময় নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে পিছনে যাওয়ার কোন অবকাশ নেই বলে তিনি জানান। বলেন, রাজনৈতিক প্রতিপক্ষও যদি বিরোধিতা করে তবু তার সরকার এই আইন বাস্তবায়ন করবে। এর আগে তিনি পশ্চিম দিল্লিতে এক মিটিংয়ে বক্তব্য রাখেন। সেখানে অমিত শাহ বলেন, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের নির্যাতিত অমুসলিম সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেবে মোদি সরকার, যাতে তারা মর্যাদার জীবন যাপন করতে পারেন।