বিতর্কিত ও মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব সংশোধনী বিলের বিরুদ্ধে বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা জারি করেছে ভারতীয় পুলিশ।
রাজধানী দিল্লি, উত্তর প্রদেশ, ব্যাঙ্গালোর শহর ও কর্ণাটক রাজ্যসহ বেশ কয়েকটি এলাকায় এই নিষেধাজ্ঞা জারি হয়েছে বলে বিবিসি জানিয়েছে।
তবে নিষেধাজ্ঞা অমান্য করেই বৃহস্পতিবারও বিক্ষোভের খবর পাওয়া গেছে। বিক্ষোভ চালিয়ে যাওয়ায় বিভিন্ন শহরে শত শত বিক্ষোভকারীকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশের আদেশ অমান্য করে বিক্ষোভ করায় বিভিন্ন শহরে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে।
বিতর্কিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতজুড়ে কয়েকদিনের বিক্ষোভের পর এই নিষেধাজ্ঞা জারি করা হল। এ কয়েকদিনে বেশ কয়েকটি জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সহিংস সংঘাত হয়েছে।
উত্তর প্রদেশের পুলিশ প্রধান ও.পি. সিং সাধারণ মানুষকে যে কোনো ধরণের বিক্ষোভ কার্যক্রম থেকে দূরে থাকতে বলেছেন।
পুলিশের নিষেধাজ্ঞায় বলা হয়, এক জায়গায় চারজনের বেশি মানুষ একত্রিত হতে পারবে না।
চেন্নাইতে পুলিশ র্যালি, পদযাত্রা বা অন্য কোনো ধরণের বিক্ষোভ কার্যক্রম পরিচালনার অনুমতি দেয়া বন্ধ করেছে।
কিন্তু নিষেধাজ্ঞা সত্ত্বেও উত্তর প্রদেশ, ব্যাঙ্গালোর, মুম্বাই ও দিল্লিতে পূর্ব পরিকল্পনামাফিক বিক্ষোভ চলছে বলে ধারণা করা হচ্ছে।
নাগরিক সংগঠন, রাজনৈতিক দল, শিক্ষার্থী, অ্যাক্টিভিস্ট ও সাধারণ নাগরিকরা টুইটার ও ইন্সটাগ্রামের মত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে মানুষকে শান্তিপূর্ণ বিক্ষোভ করার আহ্বান জানাচ্ছেন।