বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা

শীতের তীব্রতা বেড়ে গেছে হঠাৎ করেই। বৃহস্পতিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।

এদিন সকালে চুয়াডাঙ্গায় তাপমাত্রা দাঁড়ায় ৬ দশমিক ৭৯ ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া অফিস সূত্রে এতথ্য জানা যায়।

চুয়াডাঙ্গার ওপর দিয়ে গত কয়েকদিন ধরেই মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। হিমেল বাতাসের কারণে প্রচণ্ড শীত অনুভুত হচ্ছে জনজীবনে। বেশি ভোগান্তির শিকার হচ্ছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষেরা।

শীতের কারণে মানুষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছে না। কেউ কেউ শীত থেকে রক্ষা পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাচ্ছেন। শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বুধবার রাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষদের কম্বল দেওয়া হয়।

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসন। এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার রেল বস্তিতে প্রায় ২ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল দেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান, এনডিসি সিব্বির আহমেদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।