যশোরে শৈত প্রবাহে অচল হয়ে পড়েছে জনজীবন

ফাইল ছবি

যশোরে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। অচল হয়ে পড়েছে যশোরের জনজীবন। কেউ কোন কাজ কর্মে যেতে পারছে না। সকাল ১০টা পর্যন্ত সূর্যের আলো দেখা মেলেনি।

যশোর বিমানবন্দর মতিউর রহমান ঘাঁটির আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে বেশি কুয়াশা এবং শীতল বাতাস থাকায় তীব্র শীত অনুভূত হয়। শহরের রাস্তায় লোকজন গরম কাপড় পরে মাথা টুপি ও মাফলার দিয়ে পেঁচিয়ে বের হন। এই শীতে সবথেকে কষ্টে পাচ্ছে খেটে খাওয়া দিনমুজর ও শ্রমিকরা শীত থাকলে জীবিকার তাগিদে এই শীতে পানির মধ্যে দাঁড়িয়ে ধোপারা কাজ করছে।

শীতের সাথে প্রচন্ড কুয়াশা থাকায় যান চলাচলও প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেড লাইট জ্বালিয়ে চলছে ধীরগতিতে। প্রচন্ড শীতে শ্রমজীবী সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। একান্ত বাধ্য না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না।