ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনেপ্রার্থীদের নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি। উত্তর সিটি করপোরেশনে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কামরুল ইসলাম ও দক্ষিণ সিটিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন জাপার হয়ে লড়বেন।
রবিবার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা এ ঘোষণা দেন। সাবেক সেনা কর্মকর্তা কামরুল জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন গেল সপ্তাহে। আর হাজী মিলন দলের গত কমিটিতে প্রেসিডিয়াম সদস্য ছিলেন।