শার্শায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি শিক্ষা স্বাস্থ্য উপকরণ বিতরন

jessore map

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহীত “বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যাতীত) শীর্ষক কর্মসূচীর আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে যশোর জেলার শার্শা উপজেলাধীন আদিবাসী সমাজকল্যাণ সমিতির অনূকূলে বরাদ্দকৃত অর্থ দ্বারা শার্শা উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের ছাত্র ছাত্রীদের শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, স্বাস্থ্য উপকরণ, এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মাঝে সেমি পাকা স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ও সুপেয় পানির গভীর নলকুপ হস্তান্তর ও ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী বিতরন করা হয়েছে ।
শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে উপজেলা পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে রোববার বেলা সাড়ে ১১ টায় এসব উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।
এসময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী,মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড মোজাফ’ফার হোসেন,শার্শা থানার পরিদর্শক তদন্ত ফরিদ আহমেদ ও উপজেলা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সভাপতি তপন কুমার সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা,কর্মচারী,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং উপজেলায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের লোকজন।
এসময় আদিবাসী সম্প্রদায়ের পরিবারের মাঝে ৫০ টি ছাগল প্রদান করা হয়।