ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থীদের হাতে মনোনয়নপত্র তুলে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার রাতে আনুষ্ঠানিকভাবে মহাসচিবের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন।
এর আগে ২৮ ডিসেম্বর ঢাকা উত্তরে দলের নির্বাহী কমিটি সদস্য ও গতবারের প্রার্থী তাবিথ আউয়ালকে মনোনয়ন দেয় বিএনপি। আর দক্ষিণে বেছে নেয় অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ও দলের কূটনৈতিক উইংয়ের সদস্য প্রকৌশলী ইশরাককে।
প্রসঙ্গত, ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন আজ। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২ জানুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন ৯ জানুয়ারি। এবারই প্রথম এই দুই সিটিতে প্রতিটি কেন্দ্রে ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে ভোটগ্রহণ হবে।