যশোরে গরম ভাতের মাড় ঢেলে গৃহবধূকে ঝলসে দিল পাষন্ড স্বামী

monirampur jessore map

যশোরের মণিরামপুরে মাড়সহ গরম ভাত গায়ে ঢেলে পারভীনা বেগম (৩০) নামে এক গৃহবধূর শরীর ঝলসে দিয়েছে পাষন্ড স্বামী। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর হালসা গ্রামে এঘটনা ঘটে। ঘটনার ২৪ ঘন্টা পার হলেও এখন পর্যন্ত স্ত্রীকে হাসপাতালে ভর্তি করেনি পাষন্ড ইলিয়াস হোসেন।

ইলিয়াস পেশায় ট্রাক চালক। সে ওই গ্রামের মৃত আব্দুল করিম বক্সের ছেলে।

স্থানীয়রা জানান, ১০ বছর আগে সাতক্ষীরা তালা উপজেলার গোনালী নলতা গ্রামের পারভীনার সাথে সামাজিকভাবে বিয়ে হয় ইলিয়াসের। সেই ঘরে তাদের সোহানা ও আফসানা নামে দুটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে কারণে অকারণে পারভীনাকে নির্যাতন করতে থাকে ইলিয়াস। এরই মধ্যে ইলিয়াস দ্বিতীয় বিয়ে করে। তারপর থেকে সংসারে অশান্তি বাড়ে। গত শুক্রবার দুপুরে তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতন্ডা হয় দুই জনের। একপর্যায়ে চুলায় থাকা হাড়ির মাড়সহ গরম ভাত পারভীনার শরীরে ঢেলে দেয় ইলিয়াস। এতে পারভীনার শরীরের বিভিন্ন স্থানে ঝলসে যায়।

প্রতিবেশী মনোয়ারা বেগম নামে এক গৃহবধূ বলেন, পারভীনার চিৎকার শুনে দৌঁড়ে যাই। যেয়ে দেখি তার শরীর পুড়ে গেছে, গায়ে ঠান্ডা পানি ঢালা হচ্ছে।

শ্যামকুড় ইউপির স্থানীয় সদস্য ইউনুস আলী বলেন, শনিবার সকালে ঘটনা শুনতে পাই। খোঁজনিয়ে দেখি পারভীনাকে হাসপাতালে না নিয়ে বারান্দায় ফেলে রেখেছে। ডাক্তার দেখানোর পরামর্শ দিলে তখন তাকে কবিরাজ বাড়ি নিয়ে গেছে বলে জেনেছি।

অভিযুক্ত ইলিয়াস জানায়, দুই জনের মধ্যে ধস্তাধস্তির একপর্যায়ে পারভীনার গায়ে গরম ভাত ঢেলে পড়ে। হাসপাতালে নিতে চাইলে সে রাজি হয়নি। পরে কবিরাজ বাড়ি পাঠানো হয়েছে।

মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, এই বিষয়ে কোন অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।