বাঘারপাড়ায় সেনাবাহিনীর বিনামূল্যে গবাদি পশুর চিকিৎসা ক্যাম্প

যশোরের বাঘারপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির অংশ হিসাবে গবাদি পশু ও হাঁস মুরগির বিভিন্ন রোগের টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। যশোর সেনানিবাসের মিলিটারী ফার্মের পরিচালনায় ও বাঘারপাড়া উপজেলা প্রাণিসম্পদ বিভাগের সহযোগিতায় সোমবার মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অস্থায়ী চিকিৎসা ক্যাম্প পরিচালিত হয়। এর আগের দিন এলাকায় মাইকিং করায় জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি হয়। তাই পরদিন (সোমবার) সকালে বন্দবিলা ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শতশত নারী-পুরুষ তাদের রোগাক্রান্ত গরু-ছাগল ও হাঁস-মুরগি নিয়ে এখানে হাজির হয়। সকাল ৯টা থেকে বিকাল ৪টায় পর্যন্ত এ চিকিৎসা সেবা চলে। এ সময় চিকিৎসা ক্যাম্পে সেনাবাহিনীর ১জন অধিনায়ক, ৪জন অফিসার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এফএম মান্নান কবীর, উপ-সহকারী কর্মকর্তা নাজমুস সাহাদত ও বন্দবিলা ইউপি চেয়ারম্যান সবদুল হোসেন খান উপস্থিত ছিলেন। একদিনের এ কার্যক্রমে ২০২২টি গরু-ছাগল ও হাঁস-মুরগিকে বিনামূল্যে টিকা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।