যশোরে টাকা আত্মসাতের অভিযোগে মা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা

jessore map

এক নারী তার গর্ভধারিনী মা ও তার ভাইয়ের বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতসহ মারপিটের অভিযোগ তুলে আদালতে অভিযোগ দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে কোতয়ালি মডেল থানা মামলা হিসেবে নথিভূক্ত করেছেন।

ঘটনাটি যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডস্থ এলাকায়। আসামী করেছেন, তার ভাই আলিফ ইয়া ও মা ফিরোজা খাতুন।

শহরের বকচর হুশতলার আহাদ উদ্দীনের স্ত্রী সোনিয়া পারভীন আদালতে অভিযোগে বলেছেন, শহরের ঘোপ নওয়াপাড়া রোডে তার মা ফিরোজা খাতুন ও তার ভাই আলিফ ইয়া বসবাস করেন। তিনি আয়েশা আবেদ ফাউন্ডেশনে চাকুরী করা কালিন প্রতিমাসে উপার্জিত বেতনের টাকা তার মায়ের হাতে তুলে দিতেন। মায়ের অত্যাচারে তার বাবা ফিরোজ শেখ বিগত ৯ বছর পূর্বে তাদের ছেড়ে চলে গেছেন। তিনি ১৫ সালের মার্চ মাসে চাকুরী ছেড়ে দুবাই চলে যান। সেখান থেকে দুই বছরে প্রতিমাসে ২৬ হাজার টাকা করে মায়ের নামে পাঠাতেন। এভাবে তার মায়ের কাছে বিদেশ থেকে পাঠানো ও আয়শা আবেদ ফাউন্ডেশন থেকে পাওয়া বেতনের মোট টাকা মধ্যে তার মায়ের কাছে জমানো ৮ লাখ টাকা ফেরত চাই। তিনি দেশে ফিরে এসে মায়ের কাছে তার পাঠানো ও আয়শা আবেদ ফাউন্ডেশন থেকে পাওয়া টাকা ফেরত চাইলে নানাভাবে ঘুরাতে থাকে। গত ২২ নভেম্বর বিকেলে তিনি ৮ মাসের শিশু সন্তানকে নিয়ে মায়ের বাড়িতে গিয়ে তার প্রাপ্য টাকা দাবি করেন। সেখানে থাকা ভাই আলিফইয়া ও তার মা ফিরোজা খাতুন তাকে মারপিট ও শিশু সন্তানকে কোল থেকে টেনে হিচড়ে ছুড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে শিশুর কলারবন ভেঙ্গে যায় বলে চিকিৎসগক জানিয়েছেন। তিনি কোতয়ালি মডেল থানায় মামলা করতে গেলে থানা পুলিশ মামলা গ্রহন না করে কালক্ষেপন করতে থাকে। তিনি উপায়ূন্তর না পেয়ে আদালতে অভিযোগ দায়ের করেন।

আদালতে বিজ্ঞ বিচারক ঘটনা আমলে নিয়ে কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জকে মামলা হিসেব নথিভূক্ত করার আদেশ দেন।