যশোরের ঝিকরগাছায় ১৬ দলীয় ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় কৃষ্ণচন্দ্রপুর একাদশকে ১-০ গোলে হারিয়ে শার্শার উলাশী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। এর আগে বল্লা যুবসমাজ আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৩টায় বল্লা স্কুল মাঠে শুরু হয়।
খেলার প্রথমাধ্য গোলশূণ্য ড্র থাকে। এরপর দ্বিতীয়ার্দ্ধেও খেলা শেষ হওয়ার ১ মিনিট বাকি থাকতে উলাশী ফুটবল একাদশের ৭ নং জার্সি পরিহিত খেলোয়ার প্রাপ্তর লম্বা সর্টে গোল করে দলকে এগিয়ে নেয়। খেলায় আর কোন গোল না হওয়ায় ১-০ গোলে খেলা শেষ হয়। খেলায় সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের প্রাপ্ত।
খেলাশেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দূ’দলের হাতে পুরস্কার তুলে দেন যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) অধ্যাপক নাসির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝিকরগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী ও যশোর জেলা ফুটবল ফেডারেশনের সদস্য সাংবাদিক সৈয়দ ইমরান রশীদ।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়ানুরাগী সিরাজুল ইসলাম, মাস্টার গোলাম মোস্তফা, টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ফিরোজ হোসেন, যুগ্ম আহবায়ক আজাহারুল ইসলাম মিথুন, রিপন হোসেন, ইউপি সদস্য লিয়াকত হোসেন, গোলাম রসুল প্রমূখ।