মারা গেলো আত্মহত্যার চেষ্টাকারী কলেজ ছাত্রী জেসমিন

যশোরে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টাকারী কলেজ ছাত্রী জেসমিন খাতুনের (১৭) মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত তিন টার দিকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাষ্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি চৌগাছার ধুলিয়ানি ইউনিয়নের উজিরপুর গ্রামের হাসান আলীর মেয়ে ও পশাপোল আমজাম মডেল কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
সূত্র মতে, ছয় মাস আগে একই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে তিন সন্তানের জনক আবুল কাশেমের সাথে জেসমিন খাতুন পালিয়ে গিয়ে বিয়ে করে। দুই মাস আগে মেয়েটি বাড়ি চলে এলে তার ইচ্ছায় গ্রাম্য শালিসের মাধ্যমে স্বামীর কাছ থেকে ছাড়িয়ে নেয়া হয়। কয়েকদিন আগে মেয়েটি আবারো কাশেমের কাছে চলে যেতে চায়। এতে তার পিতা বাধা দেন এবং স্বামীর কাছে না যাওয়ার জন্য চাপ দেন। এতে ক্ষিপ্ত হয়ে জেসমিন মঙ্গলবার বিকেলে নিজের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে ওই দিন রাতেই ডাক্তাররা জেসমিনকে ঢাকায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার গভীর রাতে তার মৃত্যু হয়।