ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

Bagerhat map

বাগেরহাটে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে নাহিদা আক্তার সম্পা (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার পথে সদর উপজেলার এলজিইডি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদা আক্তার সম্পা বাগেরহাট শহরের সোনাতলা এলাকার আছাদুল ইসলামের স্ত্রী।

বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহতাব উদ্দিন বলেন, কাঠালতলা এলাকায় বড়বোনের বাড়ি থেকে ইজিবাইকযোগে নিজ বাড়িতে আসছিলেন সম্পা। এলজিইডি মোড়ে পৌঁছালে ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে সে অচেতন হয়ে যায়। তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।