পাকিস্তান সফরে বড় চমক কে এই হাসান মাহমুদ?

পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ঘোষিত ১৫ সদস্যের দলে বড় চমক হাসান মাহমুদ। এবারের বিপিএলে সম্ভাবনার ঝিলিক দেখানোর কারণে দলে ডাক পেয়েছেন তিনি।

হাসান মাহমুদের জন্ম ১৯৯৯ সালের ১২ অক্টোবর। সেই হিসাবে তার বয়স এখন ২০ বছর। জন্মস্থান লক্ষ্মীপুর। ২০১৭ সালের অক্টোবর মাসে জাতীয় ক্রিকেট লিগে (২০১৭-১৮) চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক ঘটে তার। ২০১৮ আইসিসি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে তিনি বাংলাদেশের দলে জায়গা পেয়েছিলেন। ২০১৭-২০১৮ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে প্রথমবারের মতো লিস্ট এ ক্রিকেটে পদার্পণ করেন হাসান মাহমুদ।

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু বিপিএলে অভিষেক হয় তার। খেলেছেন ঢাকা প্লাটুনের হয়ে। তবে বোলিং গড় আহামরি কিছু নয়। ১৩ ম্যাচে ওভারপ্রতি ৯.২০ রান দিয়ে নিয়েছেন মাত্র ১০ উইকেট। তবে গতির ঝড় তুলেছেন ভালোই। নিয়মিতই বল করেছেন ১৪০ কিলোমিটারের আশেপাশে, ছিল দারুণ কিছু ডেলিভারিও। যা তাকে পৌঁছে দিয়েছে সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে। এখন দেখার বিষয় একাদশে সুযোগ পেলে নিজেকে তিনি মেলে ধরতে পারেন কিনা।