অধিকাংশ কেন্দ্রে ভোটারদের আঙুলের ছাপ মিলছে না

ঢাকা উত্তর সিটির অধিকাংশ কেন্দ্রে ভোটারের আঙুলের ছাপ মিলছে না। এতে ভোটাররা ইভিএমে ভোট দিতে পারছেন না।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সহকারী রিটার্নিং কর্মকর্তা তারেকুজ্জামান এই তথ্য জানান।

তিনি বলেন, নিয়ম অনুযায়ী প্রতিটি কেন্দ্রে সর্বোচ্চ এক শতাংশ ভোটারের আঙুলের ছাপ না মিললে প্রিজাইডিং অফিসারের সহযোগিতায় এক শতাংশ ভোট দেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু বেশিরভাগ কেন্দ্রে এক শতাংশের বেশি ভোটারের আঙুলের ছাপ না মেলায় তারা ভোট দিতে পারছেন না।

এই অবস্থায় সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার এক শতাংশের বেশি ভোট দেওয়ার সুযোগ চেয়ে কমিশনের শরণাপন্ন হযেছেন।