ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বিভিন্ন কেন্দ্র থেকে বিএনপিসহ বিরোধী রাজনিতিক দলের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ নিয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেছেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন?
শনিবার (০১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৫মিনিটে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আই ই এস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইভিএম ভোট দেওয়া শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সিইসি।
প্রধান নির্বাচন কমিশনার জানান, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে এবং এখন পর্যন্ত তিনি কোনো ধরনের অভিযোগ পাননি।
বিএনপি ও বিরোধী দলগুলোর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগের বিষয়ে তিনি বলেন, কেউ বললেই এজেন্ট বেরিয়ে যাবেন কেন? এ বিষয়ে প্রিজাইডিং অফিসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তাদের কাছে অভিযোগ করতে হবে।
কয়েকটি নির্বাচনী কেন্দ্রে সংঘর্ষ প্রসঙ্গে প্রশ্ন করা হলে কেএম নূরুল হুদা বলেন, সংঘর্ষের কোনো খবর আমার কাছে নেই। আপনাদের কাছে শুনলাম। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এসময় তিনি ভোটগ্রহণের পরিবেশে সন্তুষ্ট বলেও জানান।
ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয় সিইসি বলেন, ভোটাররা এখনো আসেননি, তবে পরে আসবেন।