যশোরে চালককে অচেতন করে ইজিবাইক নিয়ে চম্পটের চেষ্টা, প্রতারককে গণধোলাই

প্রকাশ্যে যশোর সদর উপজেলার লেবুতলা তরকারি বাজারের সামনে চকলেট, কলা, চা পান করিয়ে ইজিবাইক নিয়ে চম্পট দেওয়ার চেষ্টাকালে স্থানীয় লোকজন রাজন নামে এক প্রতারককে গ্রেফতার করে গণধোলাই দিয়েছে।

এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রতারক রাজন যশোর শহরতলী ধর্মতলা তিন খাম্বার মোড় এলাকার মৃত রফিক মোল্যার ছেলে।

সদর উপজেলার ডহেরপাড়া গ্রামের মৃত হাশেম আলী মোল্যার ছেলে মশিয়ার রহমান শনিবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, কিস্তির টাকা তুলে যশোর উপশহর নিউ মার্কেট পাওয়ার বাইক দোকান হতে ১লাখ ৫৮ হাজার টাকা মূল্যের একটি ইজি বাইক মেজ ছেলে শরিফুল ইসলামকে কিনে দেয়। শরিফুল ইসলাম ইজিবাইক চালানোর জন্য শনিবার ৮ ফেব্রুয়ারী সকাল ৭ টায় বাড়ি হতে লেবুতলা বাজারে তরকারি কাঁচা বাজারের সামনে আসে। সেখানে বেলা সোয়া ১২ টায় এক যুবক শরিফুল ইসলামকে কৌশলে চকলেট, কলা ও চা পান করানোর ফলে শরিফুল ইসলামের মাথা ঘুরতে শুরু হলে সে তার চাচাতো ভাই আসাদুজ্জামানের মোবাইল নাম্বারে ফোন দিয়ে বিষয়টি জানায়। আসাদুজ্জামান ফোন পেয়ে দ্রুত অন্যান্য ইজিবাইকদের খবর দিয়ে উক্ত কাঁচা তরকারি বাজারে আসে। এসে দেখে শরিফুল ইসলাম অচেতন অবস্থায় পড়ে রয়েছে। সেখানে উক্ত যুবক রাজনকে স্থানীয় লোকজন ধরে ফেলে। কৌশলে সেখানে থাকা অন্যান্য অজ্ঞাতনামা ২ জন পালিয়ে যায়। পরে রাজনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
রাজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়।