মুসলিম একাডেমির সামনে দোকানীকে মারপিট ও ভাংচুর

যশোর শহরের মুসলিম একাডেমি স্কুলের সামনে চা দিতে দেরি হওয়ায় হারুন অর রশিদ ওরফে শিম্বা (১৮) নামে এক দোকানীকে মারপিট ও ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

তিনি পুরাতন কসবা টালিখোলা এলাকার আব্দুল মান্নানের ছেলে।

আহতের বড় ভাই দেলোয়ার হোসেন জানান, বুধবার দুপুর ১২ টায় শহরের বারান্দিপাড়ার রিজন নামে এক যুবক তাদের দোকানে চা পানের জন্যে আসেন। এ সময় রিজন দোকানী শিম্বাকে চা দিতে বলেন। চা দিতে দেরি হলে রিজন ক্ষিপ্তহয়ে তার নেতৃত্বে আট-নয়জন দুর্বৃত্ত শিম্বাকে মারপিট ও দোকান ভাংচুর করে।

আহতের পিতা আব্দুল মান্নান জানান, তাদের জীবিকা নির্বাহের জন্যে একমাত্র ভরসা এই চায়ের দোকানটি। বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে ছেলেকে দোকান করে দিয়েছিলেন। ছোট মানুষ চা দিতে দেরি করায় দুর্বৃত্তরা তাদের দোকানের সকল মামামাল ভাংচুর করেছে। একমাত্র দোকান হারিয়ে এখন তাদের না খেয়ে জীবন যাপন করতে হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। তিনি ঘটনার সঠিক বিচার দাবি করেছেন।