যশোরে জমিজমা নিয়ে বিরোধে মা-মেয়েকে মারপিট

jessore map

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মা মেয়েকে মারপিট করে গরম ইটভাটার মধ্যে ফেলে হত্যার চেষ্টার অভিযোগে যশোর কোতয়ালি থানায় মামলা হয়েছে।

সদর উপজেলার গোয়ালদহ গ্রামের মৃত সেকেন্দার আলীর মেয়ে মোছাঃ কঞ্চন ভানু ওরফে খুকি বেগম বাদি হয়ে শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

ঘটনাটি ঘটে যশোর সদর উপজেলার গোয়ালদাহ রঙ্গিলা সুপার ব্রিকসের পাশে মহিউদ্দিনের মুদী দোকানের সামনে।

আসামীরা হচ্ছে, সদর উপজেলার গোয়ালদাহ তেঁতুলতলার পাশে মৃত সেকেন্দার আলীর ছেলে হাজের আলী, শামছুদ্দীন, বদর আলী, কদর আলী, হাজের আলীর স্ত্রী হাজিরা ও সামছুদ্দীনের স্ত্রী রহিমা।

বাদি মোছাঃ কঞ্চন ভানু ওরফে খুকি বেগম কোতয়ালি থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীদের সাথে তাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো। ১৪ ফেব্রুয়ারী বিকেলে তিনি ও তার মেয়ে রঙ্গিলা সুপার ব্রিকস থেকে কাজ শেষে বাড়ি ফিরছিল। বিকেল ৪ টায় ব্রিকসের পাশে মহিউদ্দিনের মুদি দোকানের সামনে পৌছুলে আসামীরা মা মেয়ের গতিরোধ করে। এরপর এলোপাতাড়ী ভাবে মারপিট করে মা মেয়েকে ভাটার আগুনের মধ্যে ফেলে হত্যার চেষ্টা চালায়। মা মেয়ে চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়।