করোনায় আক্রান্ত ইতালীয় ফুটবলার

korona virus

চীন থেকে শুরু হওয়া প্রাণঘাতি করোনা ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। সে ধারাবাহিকতায় এবার ইতালীর এক ফুটবলার আক্রান্ত হয়েছেন। খবর ইএসপিএন।

জানা গেছে, দেশটির তৃতীয় বিভাগের ক্লাব ইউএস পিয়ানিস’র একজন ফুটবলার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা ইউরোপের ফুটবলে প্রথম আক্রান্তের ঘটনা। যদিও ওই ফুটবলারের নাম প্রকাশ করা হয়নি। তার ক্লাবের আরো একজন খেলোয়াড় একই লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে তুসকান অঞ্চল থেকে বলা হয়েছে, জুভেন্টাস অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে খেলতে গেল শনিবার আলেসান্দ্রিয়ার পিয়েডমন্ড অঞ্চলের একটি হোটেলে উঠেছিল ইউএস পিয়ানিসের খেলোয়াড়রা। সেখানে হঠাৎ ২২ বছর বয়সী ওই ফুটবলার অসুস্থ্য হয়ে পড়েন।

সে কারণে তিনি জুভেন্টাসের বিপক্ষে খেলতে পারেননি। সেদিনই তাকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। সেখানে তার পরীক্ষা-নিরীক্ষা করা হয়। বুধবার তিনি করোনা ‘পজিটিভ’ হিসেবে চিহ্নিত হন। বর্তমানে সিয়েনার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।