জিম্বাবুয়েকে ১৫৮-এর নিচে গুঁড়িয়ে দিলে আরেক রেকর্ড

সিলেটে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের সর্বোচ্চ দলীয় ৩২১ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে বাংলাদেশ। আর রান তাড়া করতে নেমে ১০৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে জিম্বাবুয়ে। তাদের ১৫৮ রানের নিচে অলআউট করে জিতলে আরেক রেকর্ড গড়বেন মাশরাফিরা।

ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার বিপক্ষে। ২০১৮তে ৩২০ রান করে ১৬৩ রানে হারিয়েছিল লঙ্কানদের। আর ২০১৫ সালে ঢাকায় জিম্বাবুয়েকে ১৪৫ রানে হারিয়েছিল বাংলাদেশ। রানের ব্যবধানে ওটাই জিম্বাবুয়ের বিপক্ষে সবচেয়ে বড় জয় টাইগারদের।

জিম্বাবুয়েকে শুরুতেই চাপে ফেলেন মোহাম্মদ সাইফুদ্দিন। ৫ মাস পর ফেরা এই পেস অলরাউন্ডার ইনিংসের দ্বিতীয় ওভারে সরাসরি বোল্ড করেন তিনাশে কামুনহুকামেকে (১)।

অষ্টম ওভারে রেগিস চাকাভাকেও (১১) সাজঘরের পথ দেখান সাইফুদ্দিন। অধিনায়ক হিসেবে খেলতে নামা ওপেনার চামু চিবাবার (১০) উইকেটটি নেন মাশরাফি। ২৩ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা জিম্বাবুয়েকে আরো বিপদে ঠেলে দেন তাইজুল ইসলাম। দলীয় ৪৪ রানে তিনি তুলে নেন অভিজ্ঞ ব্রেন্ডন টেইলরকে (৮)। অভিষিক্ত মাধেভেরকে নিয়ে প্রতিরোধের চেষ্টা করেছিলেন সিকান্দার রাজা (১৮)। দলীয় ৭৯ রানে তাকে ফেরান মোস্তাফিজুর রহমান। ৫ রান পর মাধেভেরকে (৩৫) তুলে নিয়ে ষষ্ঠ উইকেটের পতন ঘটান মেহেদী হাসান মিরাজ। ১০৬ রানে রানআউটে কাটা পড়েন রিচমন্ড মুটুম্বামি (১৭)।