ইমরান খান ও ওয়াসিম আকরামদের পাশে নাম লেখালেন মাশরাফি

বিশ্বকাপ থেকেই বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজার সামনে ইতিহাস গড়ার হাতছানি ছিল। কিন্তু বিশ্বকাপের আট ম্যাচে মাত্র ১ উইকেট নেওয়ায় অপেক্ষা বাড়ছিল মাশরাফির। অবশেষে প্রতিক্ষার অবসান হলো জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ওয়ানডেতে ১০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন টাইগার দলপতি।

এর আগে, এই রেকর্ডে নাম ছিল পাকিস্তানের ইমরান খান ও ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পোলক এবং ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের।

রবিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের শেষ উইকেটটি নিয়ে ইতিহাসের অংশ হয়ে যান মাশরাফি। টিনোটেন্ডা মুটমবোডজিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ক্যাচ বানিয়ে পান ম্যাচে নিজের দ্বিতীয় উইকেট। এতেই পূর্ণ হয়ে যায় অধিনায়ক হিসেবে মাশরাফির ১০০ উইকেটের মাইলফলক।