৭ মার্চ পালন না করা স্বাধীনতাকে অস্বীকারের সামিল: তথ্যমন্ত্রী

hasan mahamud
ফাইল ছবি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সমগ্র জাতি আজ ৭ মার্চ পালন করলেও বিএনপি করেনি। এটি বিএনপির রাজনৈতিক দীনতা। ৭ মার্চ পালন না করার অর্থ হচ্ছে আমাদের স্বাধীনতাকে অস্বীকার করার সামিল।

শনিবার রাজধানীর তথ্য ভবনে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’ শীর্ষক সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ৭ মার্চের ভাষণ কোনো রাজনৈতিক দলের নয়। এটা সমগ্র জাতির। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য (ওয়ার্ল্ডস ডকুমেন্টারি হেরিটেজ) হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। সব কিছু বিচার-বিবেচনা ও বিশ্লেষণ করে ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে। কিন্তু আমাদের দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল, এই ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিতে পারেনি। ৭ মার্চ পালন করে না তারা।

হাছান মাহমুদ বলেন, আমি আশা করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে বিএনপি ভুলের রাজনীতি থেকে বের হয়ে আসবে এবং ভবিষ্যতে তারা ৭ মার্চ পালন করবে।

১৯৭১ সালের ৭ মার্চের বঙ্গবন্ধুর সেই ভাষণ ধারণকারী ক্যামেরাম্যান, সহকারী ক্যামেরাম্যানসহ আটজনকে সম্মাননা স্মারক তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন- তথ্য মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার, অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, তথ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ইশতিয়াক হোসেনসহ আরো অনেকে।