করোনা থেকে বাঁচতে ‘নিরাপদ হ্যান্ডশেক’

বাঙালি বিখ্যাত সৌজন্যতায়। আর সৌজন্যতা রক্ষার প্রথম প্রকাশ হ্যান্ডশেকে। করোনাভাইরাস আতঙ্কে সেই হ্যান্ডশেক, আলিঙ্গন আর হৃদ্যতা যেন ছুটে পালাচ্ছে। আপনজন হাত বাড়ালেও দ্বিধায় পড়ে যাচ্ছে অপর মানুষটি। ইচ্ছে থাকা সত্ত্বেও পারছে না সৌজন্য রক্ষা করতে।

অনেক সময় বিব্রত হয়ে হাতটি এগিয়ে দিচ্ছেন মনের বিরুদ্ধে গিয়ে। এসব পরিস্থিতিতে স্বস্তি দিবে ‘নিরাপদ হ্যান্ডশেক’। কয়েকটি উপায়ে আপনি করতে পারেন ‘নিরাপদ হ্যান্ডশেক’। এতে রক্ষা হবে দু’কূল-ই। কয়েকটি গুরুত্বপূর্ণ উপায় নিচে দেয়া হলো-

১. হ্যান্ডশেকের সময় ব্যবহার করতে পারেন নিরাপদ টিস্যু পেপার।

২. পরিষ্কার রুমাল, তোয়ালে, গামছাও ব্যবহার করা যেতে পারে।

৩. হ্যান্ডশেকের পর দ্রুত হ্যান্ডওয়াশ বা সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে পারেন।

৪. সঙ্গে সবসময় হ্যান্ড স্যানিটাইজার রাখুন। হ্যান্ডশেক করার পর পরই হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে হাত জীবাণুমুক্ত করে নিন।

এ ব্যাপারে প্রফেসর ড. এবিএম আব্দুল্লাহ বলেছেন, সচেতনতা বাড়াতে অবশ্যই হ্যান্ডশেক করার ক্ষেত্রে সাবধান হতে হবে। নইলে এই ভাইরাসে আক্রান্ত হতে পারেন আপনিও! তাছাড়া অন্যান্য সাবধানতার সঙ্গে বেশি বেশি হাত ধোয়ার অভ্যাসও গড়ে তুলুন। তবেই এই ছোঁয়াচে রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব হবে।