কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে আ.লীগ

a.lig-logo

কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভা ডেকেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে এই সভা অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনুরোধ জানিয়েছেন।

জানা যায়, আসছে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মজতবার্ষিকীকে সামনে রেখে ক্ষমতাসীনদের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের জরুরি সভায় মুজিব বর্ষের অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে করোনাভাইরাসের প্রভাবে দেশে বঙ্গবন্ধর শতবার্ষিকীর অনুষ্ঠান ভিন্ন আঙ্গিকে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। উদ্বোধনী অনুষ্ঠানে যতটা সম্ভব জনসমাগম এড়িয়ে প্রযুক্তিনির্ভর অনুষ্ঠানের দিকে জোর দেবে সরকার।