যশোরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, মামলা দায়ের

যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার চুড়ামনকাটি উত্তর পাড়া সাকোর মাথায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহতর ঘটনায় কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানীয় জনগণ ট্রাক চালক ইকবাল মিয়াকে আটক পূর্বক পুলিশে সোপর্দ করেছে। দুর্ঘটনাটি সোমবার সন্ধ্যারাত পৌনে ৮ টায় ঘটে। নিহত হয়েছে সুমন (২৮) নামে এক যুবক। সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার জগনাথপুর গ্রামের মতলেব হোসেনের ছেলে।

নিহতর বোন যশোর শহরের কাজীপাড়ার জাহিদুল ইসলামের স্ত্রী মোছাঃ সালমা সোমবার রাতে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তার ছোট ভাই সুমন সোমবার সন্ধ্যায় যশোর থেকে তার নিজস্ব ব্যবহৃত মোটরসাইকেল চালিয়ে বারোবাজার জগনাথপুর গ্রামে ফিরছিল। মোটরসাইকেলটি যশোর সদর উপজেলার চুড়ামনকাটি উত্তরপাড়া সাকোর মাথায় পৌছালে খুলনা থেকে ঝিনাইদহ গামী একটি ট্রাক যার নং (খুলনা মেট্টো ট-১১-০০১৭) বেপরোয়া গতিতে সুমনের মোটরসাইকেলটি পিছন থেকে ধাক্কা মারে। সুমন মোটরসাইকেল নিয়ে রাস্তায় ছিটকে পড়ে। দুর্ঘটনার পর স্থানীয় জনগন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় সুমনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে আনলে কতর্ব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে। এ সময় ট্রাক চালক ইকবাল হোসেনকে আটক করে। সে ঝিনাইদহ জেলার সদর উপজেলার শিকারপুর মধ্যপাড়ার ইসরাইল মিয়ার ছেলে।

মঙ্গলবার লাশের ময়না তদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।ড