যশোরে চোরাই ব্যাটারিসহ আটক চার

যশোরে চোরাই ২০টি ইজিবাইকের ব্যাটারিসহ তিন চোরসহ চার জনকে আটক করেছে জেলা গোয়েন্দো (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে শহরের জেল রোডে মেসার্স জাকির ব্যাটারি হাউজ থেকে সে গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো, যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের মৃত ইসমাইল হোসেনের ছেলে মোঃ জুয়েল হোসেন (৩৫), সদর উপজেলার চাঁদপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রেন্টু মিয়া (৩২) ও বরগুনা জেলার আমতলি উপজেলার দক্ষিণ রামখালি গ্রামের মনির গাজির ছেলে আল-আমিন(১৮)। এসময় ওই তিন চোরের সাথে দোকান মালিক জাকিরকেও আটক করা হয়েছে।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মারুফ আহম্মেদ ও ইনেসপেক্টার সোমেন কুমার দাশ বলেন, গত ১৭ ফেব্রুয়ারি ভোর রাতে চোর চক্র খুলনা ডুমুরিয়ার লাল-সবুজ জার্জিং মোড়ে বিভিন্নি ইজিবাইক থেকে ২৭টি ব্যাটারি খুলে নেয়। এই ঘটনায় ভুক্তভুগিরা ডুমুরিয়া থানায় একটি মামলা করেন। মামলাটির তদন্ত করেন ডুমুরিয়া থানার এসআই কিরামত আলী। ওই চোর চক্র ব্যাটারি গুলি যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের জুয়েল ও চাঁদপাড়া গ্রামের রেন্টুর সহযোগিতায় জেল রোডের জাকিরের ব্যাটারি হাউজে বিক্রি করে। ডুমুরিয়া থানা পুলিশ যশোর ডিবি পুলিশের সহযোগিতা নেয়। বৃহস্পতিবার সকালে ডিবি ও ডুমুরিয়া থানা যৌথ অভিযান চালিয়ে ২০টি ব্যাটারি উদ্ধার করেন।