করোনায় স্পেনে এক রাতেই দুই শতাধিক মানুষের মৃত্যু

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে স্পেনে এক রাতেই দুই শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। গত এক রাতে দেশটিতে ২০৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণঘাতী এই ভাইরাসে মোট মৃত্যুর সংখ্যা এখন ৭৬৭।

করোনাভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে ইউরোপের দেশ স্পেন। ইউরোপের দেশগুলোর মধ্যে ইতালির পর স্পেনে এ ভাইরাসের প্রাদুর্ভাব মারাত্মক আকার ধারণ করছে।

গত ২৪ ঘণ্টায় শুধু দুই শতাধিক মানুষের মৃত্যুই নয়, নতুন করে প্রায় চার হাজার মানুষ দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে এখন আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ১৪৭ জন।

করোনার বিস্তার রোধ করতে গত শনিবার থেকে গোটা স্পেনে ১৫ দিনের জন্য জরুরি অবস্থা জারি করা হয়েছে। ফলে দেশটির চার কোটি ৭০ লাখ মানুষকে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের স্ত্রী বেগোনা গোমেজও প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন।