সংযুক্ত আরব আমিরাতে সব রকম ওয়ার্ক পারমিট বন্ধ

করোনা ভাইরাস আতঙ্কে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রকম ওয়ার্ক পারমিট দেয়া সাময়িক স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত। এ নির্দেশ কার্যকর হয়েছে বৃহস্পতিবার থেকে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট।

এতে বলা হয়, আমিরাতের মানব সম্পদ ও এমিরেটাইজেশন বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে এ নির্দেশ দিয়েছে। এই অস্থায়ী নিষেধাজ্ঞার মধ্যে থাকবে চালক ও গৃহকর্মী নিয়োগের মতো বিষয়। তবে এর বাইরে থাকবে ইন্ট্রা-কর্পোরেট ট্রান্সফার এবং এক্সপো ২০২০ পারমিট।

ন্যাশনাল ইমার্জেন্সি অ্যান্ড ক্রাইসিস অ্যান্ড ডিজঅ্যাস্টার ম্যানেজমেন্ট অথরিটির সঙ্গে পরামর্শক্রমে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে ওই মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে সংযুক্ত আরব আমিরাতকে করোনা মহামারি থেকে যতটা সম্ভব মুক্ত রাখার চেষ্টা করা হবে।

এর আগে ডব্লিউএএম রিপোর্টে জানায় যে, বিদেশ থেকে কেউ সংযুক্ত আরব আমিরাতে গেলে তাকে অবশ্যই ১৪ দিনের জন্য নিজের ঘরে কোয়ারেন্টিনে থাকতে হবে।