আগামী দুই সপ্তাহের জন্য আমিরাতের বাণিজ্য নগরী দুবাইয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকা লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
মঙ্গলবার থেকে আগামী দুই সপ্তাহের জন্য দেরা নাইফ, আল রাস গোল্ড সোক, আল দাগায়া এলাকা লকডাউন করার ঘোষণা করা হয়।
যানচলাচল, দোকানপাট, রেস্টুরেন্টে এমনকি পথচারীদের পর্যন্ত ঘর থেকে বের হওয়া নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে যা আগামী দুই সপ্তাহ পর্যন্ত চলবে।
লকডাউন থাকা অবস্থায় অত্র এলাকার বাসিন্দাদের জন্য প্রয়োজনীয় খাবার রাষ্ট্রীয় উদ্যোগে সরবরাহ করা হবে।
- আরো পড়ুন
এসময় আল মোসাল্লা, আল খালিজ ও বানিয়াস রোড বন্ধ থাকবে। পাশাপাশি মেট্রো রেলের গ্রিন লাইন তথা আল রাস, পাম দেইরা ও বানিয়াস স্কোয়ার মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
আমাদের কোনো ছুটিই হলো না এটা দু:খজনক। তবে বাৎসরিক ইনক্রিমেন্ট না হওয়ার মত দু:খ যেহেতু মোকাবেলা করতে পেরেছি। সেখানে এটা তেমন কষ্টের না।