করোনা ভাইরাস নিয়ে আর সংবাদ সম্মেলন করবে না জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এখন থেকে এ বিষয়ে নিয়মিত ব্রিফ করবে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে আইইডিসিআর ব্রিফ করবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ওই সূত্রটি।
প্রসঙ্গত, করোনা নিয়ে শুরু থেকে সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর নিয়মিত সংবাদ সম্মেলন করে তথ্য দিয়ে আসছিল।
এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. এএসএম আলমগীর বলেন, এখন থেকে আর আইইডিসিআর করোনা নিয়ে ব্রিফ করবে না।
কারণ জানতে চাইলে তিনি বলেন, এখন পরিসর অনেক বেড়েছে, তাই স্বাস্থ্য অধিদপ্তর ব্রিফ করবে।
- আরো পড়ুন