কুষ্টিয়ায় করোনা উপসর্গ নিয়ে রিক্সাচালক আইসোলেশনে

কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৪৫ বছর বয়সী এক রিক্সা চালককে করোনাভাইরাসের সংক্রমণ সন্দেহে আইসোলেশন ওয়ার্ডে নেওয়া হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার পরিবারের সদস্যরা।

তিনি পরিবারসহ কুষ্টিয়া শহরের চর থানাপাড়া এলাকায় বাস করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মোসা. নূরুন-নাহার বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, আজ শুক্রবার দুপুর ১২টার দিকে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন পরিবারের সদস্যরা। এসময় তারা জানিয়েছেন, একমাস আগে থেকে জ্বরে ভুগছিলেন তিনি। গত তিনদিন ধরে সর্দি, কাশি শুরু হয়। বৃহস্পতিবার থেকে প্রচন্ড শ্বাসকষ্ট বাড়ে। এ তথ্য জানার পর অসুস্থ ব্যক্তিকে আইসোলেশনে নেওয়া হয়েছে।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, বিষয়টি আইইডিসিআরকে জানানো হয়েছে। তার নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।