দেশে করোনায় আরো ১৮ জন আক্রান্ত, একজনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৮ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ জন।

রোববার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক। দেশে একদিনে করোনা সংক্রমণের নতুন রেকর্ড এটি। এর আগের দিন নয় জন আক্রান্ত হয়েছিলেন।

আজ মন্ত্রী আরো জানান, করোনা ভাইরাসে নতুন আরো একজন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯-এ। আক্রান্তদের ৫৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ই মার্চ।

এরপর ধীরে ধীরে সংক্রমণ বাড়তে থাকে। সবশেষ হিসাবে করোনায় বাংলাদেশে আক্রান্তের সংখ্যা ৮৮ জন। মারা গেছেন ৯ জন।