আরো ৫৪ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৩

iedcr

গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া মৃত্যু হয়েছে তিন জনের।

আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় করোনা রোগীর সংখ্যা বেড়েছে। এনিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১৮ জন। মৃত্যু বেড়ে হয়েছে ২০।

প্রসঙ্গত, গত ৮ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। শুরুর দিকে আক্রান্তের সংখ্যা কম থাকলেও এখন তা বাড়ছে দ্রুত।

এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ২১৮। মৃত্যু হয়েছে ২০ জনের।

উল্লেখ্য, গেল বছরের ডিসেম্বররের শেষ দিকে চীনের উহান থেকে নভেল করোনা ভাইরাস ছড়ায়। এরপর ধীরে ধীরে সারা বিশ্বে ভাইরাসটি ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সবশেষ তথ্য অনুযায়ী, সারা বিশ্বে ৮২ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।