রাতের আঁধারে কর্মহীন মানুষের মাঝে গর্জে ওঠো’র খাদ্য সামগ্রী উপহার

গতকাল মঙ্গলবার রাতের আঁধারে করোনার প্রভাবে বিপর্যস্ত মানুষের পাশে সামাজিক সংগঠন গর্জে ওঠো’র খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়।

বাড়িতে বাড়িতে গিয়ে যশোর শহরের ৭নং ওয়ার্ড হারান কলোনির ৭০টি পরিবারের কাছে এ উপহার পৌছে দেয় গর্জে ওঠো’র সদস্যরা।

গর্জে ওঠো’র প্রতিষ্ঠাতা সভাপতি কামাল মুস্তাফা বলেন, বর্তমানে সারা পৃথিবীতে করোনাভাইরাসের কারণে ভয়াবহ অবস্থা বিরাজ করছে। করোনায় হাজার হাজার মানুষ মৃত্যু বরণ করেছে। মৃত্যুর হার বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিশ্বের অনন্য দেশগুলোর মত বাংলাদেশ ও ঝুঁকিতে আছে। বাংলাদেশে অঘোষিত লকডাউন হওয়ার কারণে দেশের খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাদের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। তাই আমরা সামাজিক সংগঠন গর্জে ওঠো এসব মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করেছি ও করে যাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন হারান কলোনির কয়েকজন মুরব্বি ও যুবক। এছাড়াও উপস্থিত ছিলেন গর্জে ওঠো’র সভাপতি কামাল মুস্তাফা, সাধারণ সম্পাদক বোরহান ইউসুফ, অর্থ সম্পাদক মেহেদী হাসান মমিন, প্রচার সম্পাদক, তন্ময় দত্ত, ক্রীড়া ও স্বাস্থ্য সম্পাদক রাইয়ান রশিদ আবির, সদস্য ইশমাম শাহারিয়ার, কবির হোসেন, লিপু হোসেন প্রমুখ।