মন্দিরে নয়, ঘরে বসেই পূজা অর্চনার আহবান যশোর জেলা পূজা উদযাপন পরিষদের

jessore map

করোনা ভাইরাসের বিস্তার রোধে যশোর জেলা পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির নির্দেশ মোতাবেক মন্দিরে সকল প্রকার পূজা অর্চণা বন্ধের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার দুপুরে এক জরুরি সভায় তারা এ সিদ্বান্ত নেয়।

বিজ্ঞপ্তিতে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি দীপক রায় ও সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত বলেন, করোনা মহামারি থেকে রক্ষা পেতে এখন সকলকে ঘরে থাকতে হবে। বিনা-প্রয়োজনে কাউকে বাইরে না যাওয়ার পরামর্শ দেন তারা। একই সাথে তারা বলেন সকল প্রকার পূজা অর্চনা নিজ নিজ গৃহে বসে করার আহব্বান জানানো হয়।