খাবারের দাবিতে খুলনার রূপসায় বিক্ষোভ করেছেন কর্মহীন ক্ষুধার্ত মানুষ। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরের দিকে তারা এই বিক্ষোভ করেন।
স্থানীয়রা জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাড়িতে থাকা কর্মহীন লোকজন বিক্ষোভে নেমেছে। তারা মিছিল করে পূর্ব রূপসা বাসস্ট্যান্ডের পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে বুঝিয়ে শান্ত করে বাড়িতে ফেরত পাঠান।
বিক্ষোভকারীরা জানান, তারা ঘরে থাকলেও তাদের কাছে এখন পর্যন্ত কোনো ত্রাণ বা খাদ্যসামগ্রী পৌঁছায়নি। ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের জানিয়েও কোনো সুফল মেলেনি। ফলে অনেক পরিবারের দিন কাটছে অর্ধাহারে-অনাহারে।
নৈহাটী ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলবুল বলেন, কর্মহীনদের জন্য যে পরিমাণ বরাদ্দ পাচ্ছি তা দিয়ে কিছুই হচ্ছে না। এলাকায় ব্যাপক খাদ্য ঘাটতি রয়ে গেছে। তিনি আরো বলেন, আমার কাছে বিতরণের জন্য অল্প কিছু চাল আছে, দেখি তা দিয়ে কতদূর কী করতে পারি।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার জানান, এখনও পর্যন্ত সরকারিভাবে সব মানুষকে খাদ্য সহায়তা দেওয়া সম্ভব হয়নি। সে কারণে প্রায় ৩/৪শ’ কর্মহীন মানুষ বিক্ষোভ করেছে। তাদের অধিকাংশ চিংড়ি রফতানিকারক কারখানার শ্রমিক। তিনি জানান, বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। এছাড়া কারখানার মালিকদের সাথেও কথা বলা হচ্ছে। দ্রুতই সমস্যা সমাধান হবে।