করোনা পরিস্থিতে সৌদি আরবে ওমরাহ পালন করতে যাওয়া ১৩২ বাংলাদেশি ও দেশটির বিভিন্ন কারাগারে থাকা ২৩৪ প্রবাসী বাংলাদেশি দেশে ফিরেছেন।
বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৩৮০৬ ফ্লাইটটিতে তারা ঢাকায় আসেন। সৌদির স্থানীয় সময় দুপুর ১২টায় জেদ্দার কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
সূত্র জানায়, ফ্লাইট থেকে নামার পর তাদের স্বাস্থ্য পরীক্ষা বা স্ক্রিনিং করা হবে। স্ক্রিনিংয়ে কারও শরীরের তাপমাত্রা বেশি পাওয়া গেলে তাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে আশকোনা হজ ক্যাম্পের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এছাড়াও ফ্লাইটের অন্যদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।
- আরো পড়ুন