যশোরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যুবক খুন, সহোদরের অবস্থা শঙ্কটাপন্ন

jessore map

মাদক ব্যবসায় বাধা দেওয়ায় যশোর সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া গ্রামে খুন হয়েছেন বঙ্গবন্ধু ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ রাসেল (২৫)।

বুধবার রাত ১১টার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় রক্তাক্ত জখম হন তার সহোদর আল-আমিন (৩৪)। যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর তাকে আশংকাজনক অবস্থায় রাতেই ঢাকায় নিয়ে যাওয়া হয়।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুর্ব শত্রুতার জের ধরে হত্যাকান্ডটি সংঘটিত হয়। পুলিশ খুনিদের ধরতে অভিযান চালাচ্ছে।

নিহতের পিতা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু সালেক আলী বলেন, রাতে তিনিসহ তার দু’ছেলে বালিয়া ভেকুটিয়া শ্মশানপাড়ায় নিজবাড়ির সামনে দাঁড়িয়েছিলেন। এসময় চিহ্নিত মাদক ব্যবসায়ী শামিনুর ও পিচ্চি বাবুসহ কয়েকজন সেখানে বেপরোয়া চলাফেরা করায় রাসেল তাদেরকে ধমক দেয়। এতে ক্ষুব্ধ হয়ে কিছুক্ষণ পর দুর্বৃত্তরা দলবলসহ ফের সেখানে গিয়ে রাসেল ও আল-আমিনকে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই মারা যায় রাসেল। আল-আমিনকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়।

যশোর জেনালে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ জানান, আল-আমিনের অবস্থাও সঙ্কটাপন্ন। তাকে রাতেই ঢাকায় পাঠানো হয়েছে।