আইইডিসিআর’র ৪ কর্মী করোনা আক্রান্ত, ‘সব কর্মকর্তা কোয়ারেন্টিনে’

রোগতত্ত্ব, নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ৪জন কর্মী করোনা আক্রান্ত হয়েছেন। এ তথ্য নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানটির প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এস এম আলমগীর।

তিনি সাংবাদিকদের জানান, ৪জনের করোনা ধরা পড়ার পর অন্যদের পরীক্ষা করা হয়েছে। আর কারও ধরা পড়েনি। তবে আমরা সবাই সেলফ কোয়ারেন্টিনে আছি। অন্য ভবন থেকে কাজ চালিয়ে নিচ্ছি। আক্রান্ত ৪জনকে মহাখালীর সংক্রামকব্যাধি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

দেশের করোনা আক্রান্ত রোগীদের নমুনা শুরুতে শুধু আইইডিসিআরেই পরীক্ষা হতো। শুরুর দিকে অনেকে সশরীরে হাজির হয়ে সেখানে নমুনা দিয়ে যান। পরে অবশ্য সারা দেশে পরীক্ষাগার স্থাপন করা হয়েছে।