যশোর জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি পুলিশদের পারসোনাল প্রটেকটিভ ইকুয়েপমেন্ট (পিপিই) দিয়েছেনে। জেলা কমিটির সদস্য ও বাঘারপাড়া উপজেলা সম্পাদক রাকিব হাসান শাওনের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার সালাউদ্দীনে হাতে পিপিই হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ পিপিই হস্তান্তর করেন। পরে বেলা ১২টার দিকে জেলা পুলিশের বিভিন্ন দপ্তরে পিপিই পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ।
জানতে চাইলে জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি হারুন অর রশিদ বলেন, বন্ধু হিসেবে পুলিশ সবসময় জনগণের সাথে আছে। এই মহামারী সময়ে সবচেয়ে ঝুঁকি নিয়ে কাজ করছেন তারা। তাই পুলিশের সুরক্ষার জন্য সংগঠনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণ পিপিই প্রদান করা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে অসহায় মানুষের জন্য ঘাতক দালাল নিমূল কমিটির খাবার বিতরণ অব্যাহত আছে।
এদিকে দুপুর ২টার দিকে রাকিব হাসান শাওনের পক্ষে তার পরিবারের লোকজন বাঘারপাড়া থানা পুলিশ, বাঘারপাড়া প্রেসক্লাব, খাজুরা পুলিশকের হাতে পিপিই হস্তান্তর করেন। পরে সন্ধ্যায় যশোর শহরের বিভিন্ন পয়েন্টে দ্বায়িত্বরত পুলিশ সদস্যদের হাতে পিপিই তুলে দেন রাকিব হাসান শাওন। এ সময় উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা তথ্য ও গবেষণা সম্পাদক শামছুদ্দীন জ্যোতি।