যশোরের মণিরামপুরে করোনায় গৃহবন্দি কর্মহীন দুঃস্থ ও অসহায় মানুষের ঘরে ঘরে বিনামূল্যে সবজি পৌঁছে দিচ্ছে পরিবার ও সমাজ উন্নয়ন সংস্থা এফএসডিও।
বৃহস্পতিবার দিনভর উপজেলার খেদাপাড়া ও রোহিতা ইউনিয়নের ৪০০ পরিবারের মাঝে এই সবজি বিতরণ করা হয়।
সংগঠনটির সভাপতি দেব বিশ্বাস, সহ-সভাপতি দিপ্ত মন্ডল, সম্পাদক তুহিন আলম, পৌর কমিটির সভাপতি তৌহিদ ইসলাম, খেদাপাড়া ইউনিয়ন কমিটির সহ-সভাপতি বিল্লাল হোসেন, সদস্য অভি, মিঠুন কুমার, সাবিক, পারভেজ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
এফএসডিও’র প্রতিষ্ঠাতা সভাপতি দেব বিশ্বাস বলেন, করোনার আতঙ্ক শুরু হওয়ার পর আমরা প্রথমে ২০০ মাস্ক বিতরণ করেছি। এরপর উপজেলার ৩৫০ টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী চাল, ডাল, পেয়াজ, আলু বিতরণ করেছি। সম্প্রতি পৌর এলাকায় ৩০০ পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার খেদাপাড়া ও রোহিতা ইউনিয়নের ৪০০ পরিবারে টমেটো, পুঁইশাক, করোলাসহ আট প্রকারের সবজি বিতরণ করা হয়েছে।
দেব বিশ্বাস আরো বলেন, আমরা ফোন পেলেই জরুরিভাবে অসহায় মানুষের বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি। করোনার ভয়ে যতদিন মানুষ গৃহবন্দি থাকবেন ততদিন আমরা বিনামূল্যে খাদ্যসামগ্রী বিতরণ করে যাব। এছাড়া দেশের ২৪টি জেলায় আমাদের সদস্যরা খাদ্যসামগ্রী বিতরণ করছেন।
২০১৭ সালের প্রথমদিকে ‘ফালতু’ নামে ফেসবুক ভিত্তিক এই সংগঠনটি গড়ে ওঠে। এরপর নাম পরিবর্তন করে এফএসডিও নামে রেজিস্ট্রেশন হয় সংগঠনটির। প্রতিষ্ঠালগ্ন থেকে এর সদস্যরা জরুরি ভিত্তিক বিনামূল্যে রক্তদান করে যাচ্ছেন। করোনার আতঙ্কের মাঝেও নিত্য রক্তদান কার্যক্রম চলমান রয়েছে বলে জানান সভাপতি দেব বিশ্বাস।