দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একদিনেই মৃত্যু হয়েছে ১৫ জনের। এছাড়া নতুন করে ২৬৬ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।
অনলাইন বুলেটিনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক যুক্ত হয়ে জানান, ২৪ ঘণ্টায় ২ হাজার ১৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে শনাক্ত হয়েছে ২৬৬ জনের। তবে মৃত্যু বেশি হয়েছে। ১৫ জন মারা গেছেন।
তিনি আরো জানান, এ নিয়ে মোট ১ হাজার ৮৩৮ জন আক্রান্ত হয়েছেন করোনায়। আর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে।