ফোন করলেই বাড়িতে খাবার পৌঁছে দিবেন হাজী সুমন

যে কোনো দুর্যোগ ও মহামারিতে গরিব-অসহায় মানুষের সেবায় সবসময় নিরলস পরিশ্রম করেন যশোর পৌর সভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী আলমগীর কবির সুমন। প্রাণঘাতী বৈশ্বিক মহামারি করোনায়ও তার ব্যতিক্রম ঘটেনি। রাতের আঁধারে বাড়ি বাড়ি গিয়ে গরিব অসহায়দের ঘরে পৌঁছে দিচ্ছেন খাদ্যসমগ্রী।

কাউন্সিলর হাজী সুমনের ব্যক্তিগত ফেইসবুক পেইজ এ দেখা যায় লেখা রয়েছে যারা অনাহার আছেন বা নিম্নও মধ্যবিত্ত মুখ খুলে বলতে পারছেন না তারা (০১৯১১৮৯৭৯৭৯) নাম্বারে যোগাযোগ করলে রাতের আঁধারে তার পক্ষে যশোর জেলা ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান আসাদ খাবার পৌঁছে দেবেন। তবে যাদের মাঝে খাবার বিতরণ করা হবে তাদের কোনো ছবি তোলা হবেনা। তাই লজ্জা না করে যে কেউ সহযোগীতা চাইতে পারেন।

কাউন্সিলর হাজী সুমন জানান, বাংলা নববর্ষ ১৪২৭ এর শুভেচ্ছা নিবেন। দেশের এই ক্রান্তিলগ্নে আপনাদেরকে শান্তনা দেবার ভাষা জানা নেয়। যারা এখনও আমার ব্যক্তিগত অর্থায়নে বা যশোর পৌরসভার থেকে খাবার সামগ্রী পাননি, তাদের জন্য আমি অত্যন্ত ব্যথিত। এই (০১৯১১৮৯৭৯৭৯) নাম্বারে যোগাযোগ করলে রাতের আঁধারে তার পক্ষ থেকে যশোর জেলা ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান আসাদ খাবার পৌঁছে দেবেন। ইতি মধ্যে অনেকেই ফোন করে খাদ্য সামগ্রী উপহার হিসাবে গ্রহন করেছেন।