যশোরে পূজা উদযাপন পরিষদের অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ যশোর জেলা শাখার উদ্যোগে যশোর শহর ও শহরতলীতে কর্মহীন, দরিদ্র, অসহায় মানুষের মধ্যে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে শহরের ধর্মতলা আদিবাসী সর্বজনীন পূজা মন্দির, গোড়াপাড়া (এসপি বাংলো) সর্বজনীন পূজা মন্দির, আরবপুর মাঠপাড়া (মৎস্য ভবন) সর্বজনীন পূজা মন্দির, পুলিশ লাইন টালিখোলা দাসপাড়া সর্বজনীন পূজা মন্দির ও ঘোপ বেলতলায় দলিত, হরিজন ও বেদে অনগ্রসর জনগোষ্ঠী মানুষের ১শ’২৫ পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক জেলা সভাপতি ও সুরধুনী সংগীত একাডেমীর সভাপতি হারুন-অর-রশিদ, যশোর শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু, পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট সুকুমার রায়, জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি দীপক রায়, সাধারণ সম্পাদক যোগেশ চন্দ্র দত্ত, কোষাধ্যক্ষ মৃণাল কান্তি দে, সদস্য সুকুমার চক্রবর্তী, পূজা পরিষদ নেতা মিন্টু চক্রবর্তী, পংকোচ কুন্ডু, ধর্মতলা আদিবাসী সর্বজনীন পূজা মন্দিরের ষষ্টি কর্মকার, গোড়াপাড়া (এসপি বাংলো) সর্বজনীন পূজা মন্দিরে বাবুল দাস, আরবপুর মাঠপাড়া (মৎস্য ভবন) সর্বজনীন পূজা মন্দিরে মাইকেল দাস, পুলিশ লাইন টালিখোলা দাসপাড়া সর্বজনীন পূজা মন্দিরে রিপন দাস, ঘোপ বেলতলায় এলাকায় তপন বিশ্বাস খাদ্য সামগ্রী বিতরণের সময় সহযোগিতা করেন।