অপ্রাপ্ত বয়স্ক এক তরুনীকে কোতয়ালি মডেল থানা পুলিশ সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের এক বাড়ি হতে উদ্ধার করেছে। এ সময় আকাশ নামে এক তরুনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের শনিবার আদালতে সোপর্দ করেছে। উদ্ধার হওয়া তরুনী সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার বসন্তপুর গ্রামের আজহারুল ইসলামের মেয়ে মোছাঃ ফারজানা ইয়াসমিন ইশা (১৭) ও তরুন আকাশ (২০) যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের আক্তার হোসেনের ছেলে।
কোতয়ালি মডেল থানা পুলিশ জানায়, গত ২০ মার্চ সকাল সাড়ে ৯ টায় ফারজানা ইয়াসমিন ইশা স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি হতে বের হয়। আর বাড়িতে না ফেরায় ইশার পিতা আজহারুল ইসলাম কলোরায়া থানায় গত ১৬ এপ্রিল একটি সাধারণ ডাইরীভূক্ত করে। কলারোয়া থানার সাধারণ ডাইরী নং ৬১৫ তারিখঃ ১৬/০৪/২০ ইং। ১৭ এপ্রিল আজহারুল ইসলাম উক্ত সাধারণ ডাইরী নিয়ে কোতয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে বলেন, তার মেয়ে যশোর সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের জনৈক ব্যক্তির বাড়িতে রয়েছে। অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আক্তার হোসেনের বাড়ি থেকে ইশাকে উদ্ধার করে। ইশার সাথে আক্তার হোসেনের তরুন ছেলে আকাশকে গ্রেফতার করে।